অনলাইন ডেস্ক:-
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ব্রহ্মপুত্র নদীতে একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে মেইনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। খবর সিনহুয়ার।
সিপিসি সেন্ট্রাল কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি কিয়াং ছাড়াও অনুষ্ঠানে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন।
প্রকল্পটিতে মোট পাঁচটি ক্যাসকেড (ধাপে ধাপে নিচের দিকে) জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। এতে প্রাক্কলিত বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ১ লাখ ২ হাজার কোটি ইউয়ান, যা প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলারের সমান।
নির্মাণ শেষ হলে প্রকল্পটি চীনের অন্যান্য প্রদেশে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সিজাং অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ চাহিদা মেটাবে। এ প্রকল্পের বাস্তবায়ন ও পরিচালনার জন্য সম্প্রতি বেইজিংয়ে “চায়না ইয়াজিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেড”-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিসি পলিটব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিং।