যুক্তরাষ্ট্রের ভিসায় বাংলাদেশিদের জন্য ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক, দিতে হতে পারে ১৮ লাখ টাকা পর্যন্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০১:০৪ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসায় বাংলাদেশিদের জন্য ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক, দিতে হতে পারে ১৮ লাখ টাকা পর্যন্ত

অনলাইন ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন করে ‘ভিসা বন্ড’ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থায় বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

নতুন ‘ভিসা বন্ড’ নীতিমালার আওতায় বাংলাদেশি পাসপোর্টধারীরা যদি বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের সময় তাদের ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত দিতে হবে। জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়।
 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে ডট গভ’-এর মাধ্যমে নির্ধারিত বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসাবে)।

 


 

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘ভিসা বন্ড’ নীতি একটি পাইলট কর্মসূচির অংশ, যা গত বছরের আগস্টে চালু করা হয়। প্রথমে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ হালনাগাদ তালিকায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাম যুক্ত হয়েছে। নতুন এই নীতিমালা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
 

নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশ হলো— আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান (১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর), বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬), বুরুন্ডি, কাবো ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬), কোট দিভোয়ার, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫), গিনি (১ জানুয়ারি ২০২৬), গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬), কিরগিজস্তান, মালাউই (২০ আগস্ট ২০২৫), মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫), নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬), নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫), সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫), টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬), টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫) ও জিম্বাবুয়ে।