পুলিশের বিরুদ্ধে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতারা। বুধবার (২৪ মে) দুপুরে নগরীর ভুবন মোহন পার্ক এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রবেশ করতে গেলে অফিসে তালা দেখতে পায়। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে তালা খুলে দেওয়ার দাবি জানান।
রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ মামুন বলেন, ‘বিএনপির পদযাত্রাকে ঘিরে নগর বিএনপির কার্যালয়, সাহেব বাজার, হার্ডওয়্যার পট্টিসহ আশপাশের এলাকায় পুলিশের ১৪৪ ধারা জারি ছিল।
তাই আমরা এদিন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করতে পারেনি। পরে জানতে পারি আমাদের দলীয় কার্যালয় তালাবদ্ধ করেছে পুলিশ।’
এই নেতা আরো বলেন, ‘বিষয়টি জানার পর আমারা প্রশাসনের সাথে বসে দলীয় কার্যালয় খুলে দেওয়ার জন্য বলি। এ ছাড়াও গায়েবি মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের হয়রানি না করার জন্য অনুরোধ জানাই তাদের।
তাদের বলি, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। এতে পুলিশি সহযোগিতা কামনা করা হয়। তার পরও তারা দলীয় কার্যালয়ের তালা খুলে দেয়নি।’
নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘দলীয় কার্যালয় তালাবদ্ধ করা হয়েছে।
যেটি সরকারি দলের রাজনৈতিক দেউলিয়াতের শিকার হয়েছে গণতন্ত্র। আমরা পুলিশ কমিশনারের কাছে টেলিফোন করেছিলাম, কিন্তু তাকে পাইনি। পরে বোয়ালিয়া থানার ওসিকে জানালে বিষয়টি তিনি দেখবেন বলে জানান। যদি দলীয় কার্যালয় খুলে দেওয়া না হয়, তবে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বাসক বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ কোনো তালা দেয়নি।
বিএনপির নিজেদের মধ্যের অন্তঃকোন্দল কেউ হয়তো তালা দিয়েছে। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।