জমির খাজনা, ভূমি উন্নয়ন কর ও নামজারিতে বড় সুখবর!

প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ০২:৩৬ অপরাহ্ণ ৫০১ বার পঠিত
জমির খাজনা, ভূমি উন্নয়ন কর ও নামজারিতে বড় সুখবর!

ঢাকা প্রেস নিউজ


ই-মিউটেশন
চালুর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই ২৮ দিনের মধ্যে নামজারি করতে পারছেন, যা আগে ৫৭ দিন সময় লাগত বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

 

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই-মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে বলে জানান মন্ত্রী।
 

ভূমি উন্নয়ন কর সিস্টেম ব্যবহার করে নাগরিকরা ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা-ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন।
 

ভূমি উন্নয়ন কর বৃদ্ধির কোন পরিকল্পনা এখনো নেই বলে মন্ত্রী জানান। তবে এলাকাভিত্তিক নামজারি ফি বৃদ্ধি করা যায় কি না তা সরকার বিবেচনা করছে