নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ (৯ জুলাই ২০২৫):
মাত্র একটি রুম নিয়ে চরমে পৌঁছেছে দুই ভাইয়ের পারিবারিক বিরোধ। এতে জড়িয়েছে ভাঙচুর, হুমকি এবং মর্মাহত হয়েছেন তাদের বৃদ্ধা মা। অভিযোগের তীর বড় ছেলে কামাল হোসেনের দিকে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও. মণ্ডলপাড়ার একটি তিনতলা বাড়িতে দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করছেন চার ভাই—জামাল, আনোয়ার, আরমান মাহমুদ ও কামাল হোসেন। ভবনের প্রতিটি তলায় তিনটি করে রুম রয়েছে। প্রথম তলায় থাকেন মা, জামাল ও আনোয়ার। দ্বিতীয় তলায় আরমান এবং তৃতীয় তলায় থাকেন কামাল।
বিবাদের সূত্রপাত ২০১৩ সালে, যখন আরমান দ্বিতীয় তলায় দুটি এবং তৃতীয় তলায় একটি রুম নির্মাণ করেন। নির্মাণকালে কামাল আপত্তি না করলেও, সম্প্রতি তিনি সেই রুমের মালিকানা দাবি করে আরমানকে নানা রকম হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
আরমানের শারীরিক অবস্থাও উদ্বেগজনক—হার্টে রয়েছে চারটি রিং। এমন একজন অসুস্থ ভাইয়ের ওপর হামলার হুমকি ও আতঙ্ক ছড়াচ্ছেন কামাল, এমনটাই দাবি করেছেন তাদের মা।
ঘটনার সূত্রপাত গত ২৭ জুন সন্ধ্যায়। অভিযোগ অনুযায়ী, কামাল হোসেন ও তার স্ত্রী মুক্তি আরমান ও তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং আরমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ সময় তারা রুম ও বারান্দার থাই গ্লাস ভাঙচুর করে, যার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এই সহিংস ঘটনায় আরমানের স্ত্রী ইতি আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। তবে এতেও থামেনি কামাল ও মুক্তির রূঢ় আচরণ। জনসমক্ষে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি গড়ায় সিদ্ধিরগঞ্জ থানায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আরমান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়েছে এবং অভিযুক্ত কামাল হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত কামাল ও মুক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তারা উত্তেজিত আচরণ করে ফোন কেটে দেন।