প্যারিসে অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু

প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৪ ০৬:৫৮ অপরাহ্ণ ৩১৭ বার পঠিত
প্যারিসে অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু

অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি! 'বিগেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসর শুরু হতে চলেছে। আয়োজক দেশ ফ্রান্স ও আয়োজক শহর প্যারিস প্রস্তুতি নিয়েছে তুঙ্গে।

আইফেল টাওয়ার ও সিন নদীর তীরে বসানো বিশেষ ঘড়ি গণনা করছে মাহেন্দ্রক্ষণ আসার সময়। ২৬ জুলাই শুরু হবে এই আসর, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

সাধারণত, অলিম্পিক, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা একই স্টেডিয়ামকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানও হয় সেখানেই। কিন্তু এবার ব্যতিক্রম। প্যারিসে প্রথমবারের মতো মেইন স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

দুঃখজনকভাবে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশী অ্যাথলেট অলিম্পিকে পদক জিতে পারেননি। তবে, নিজেদের সেরাটা খেলার জন্য অনেকেই প্রস্তুত। প্যারিসে কি বাংলাদেশের ভাগ্য বদলে যাবে?

উল্লেখ্য, এটি তৃতীয়বার প্যারিস অলিম্পিকের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে ১৯০০ ও ১৯২৪ সালেও এখানে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। ২০১২ সালে লন্ডন প্রথমবারের মতো তৃতীয়বার অলিম্পিকের আয়োজক শহর হয়েছিল।