ইপিজেড ক্লাবের দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ   |   ৩৩০ বার পঠিত
ইপিজেড ক্লাবের দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সৈয়দ মোঃ কায়সার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
 

আজ চট্টগ্রাম  নগরীর ৩৮ নং ওয়ার্ড এলাকায় ই পি জেড ক্লাবের প্রস্তাবীত নাম করন উপলক্ষে  দোয়া মাহফিলের আয়োজন করেন উক্ত ক্লাবের সদস্যবৃন্দুরা।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীন বন্দর থানা বিএনপি নেতা মহিবুল্লাহ মুন্সী। এতে মাহফিল ও দোয়া উপস্থাপন করেন মাওলানা কামরুল হাসান, হাফেজ মোঃ মিজান, উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন  সহ সভাপতি,  বন্দর থানা কৃষক দল মোঃ সুমন,সহ সাংগঠনিক সম্পাদক    মোঃ মারুফ,  সহ সাংঘটনীক সম্পাদক বন্দর থানা কৃষক দল বন্দর থানা সহ সভাপতি কৃষক দল মোঃ সাগর, সহ, বন্দর থানা শ্রমিক দলের মোঃ রুবেল সভাপতি কৃষক বন্দর থানা  ও মোঃ পারভেজ, বাবলু ভাই সহ আরো অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।পরিশেষে   মোনাজাত দোয়া মাহফিল বিশেষ তবারক বিতরণের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত করেন।