রাতে ফিফার বর্ষসেরা পুরস্কারের আয়োজন: দৌড়ে এগিয়ে যাঁরা

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ণ ০ বার পঠিত
রাতে ফিফার বর্ষসেরা পুরস্কারের আয়োজন: দৌড়ে এগিয়ে যাঁরা

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

স্প্যানিশ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি'অর জিততে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। এবারের পুরস্কারটি রদ্রির হাতে উঠেছিল। তবে এবার নজর রয়েছে 'ফিফা দ্য বেস্ট' পুরস্কারের দিকে।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর), কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বর্ষসেরা পুরস্কারের আয়োজন, ‘ফিফা দ্য বেস্ট ২০২৪’। ফিফা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশ সময় রাত ১১টায় ডিজিটালি এই পুরস্কারের ঘোষণা হবে।
 

ফিফা দ্য বেস্ট পুরস্কারের দৌড়ে এবারও আছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে, স্প্যানিশ ফুটবলার রদ্রি তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে চ্যালেঞ্জ জানাচ্ছেন।
 

এই পুরস্কারটি মূলত ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে। মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে এই সময়ের মধ্যে।
 

ভিনিসিয়ুস এবং রদ্রি ছাড়াও ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে লিওনেল মেসি। তবে বিগত বছরে মেসির পারফরম্যান্স ছিল আহামরি কিছু নয়।
 

এছাড়া, সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস এবং কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ এবং বার্সেলোনার লামিনে ইয়ামালও মনোনয়ন পেয়েছেন।
 

এছাড়া, পুরুষদের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে বর্ষসেরা নারী খেলোয়াড়ও মনোনয়ন পেয়েছেন। নারীদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনামাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, কিরা ওয়ালশ।
 

এছাড়া, কোচ, গোলকিপার এবং গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা একাদশও ঘোষণা করা হবে, সঙ্গে থাকবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও।
 

এই পুরস্কারগুলো নির্বাচিত হয় ফিফার সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে, যা মোট ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। সেরা গোল এবং সেরা একাদশে দর্শকদের ভোটের অংশ ৫০ শতাংশ।
 

বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং লেভারকুসেনের জাবি আলোনসো।
 

সেরা পুরুষ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, এদেরসন, আন্দ্রেই লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, এবং উনাই সিমন।