চলমান তাপদাহের মধ্যে আগামীকাল রোববার (২৮ এপ্রিল) খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে যাবে।
তবে তীব্র তাপদাহের কারণে প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণিকার্যক্রম সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
তাপদাহ সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত সকল স্কুলে অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সাপ্তাহিক রুটিন তৈরি করবেন।
তাপদাহ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, তীব্র তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্দেশিকা: