পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ১০

প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০১:৫৬ অপরাহ্ণ ০ বার পঠিত
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ১০

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের চায়না কারখানার সামনে ঘটে।

 

নিহত শিক্ষার্থীরা হলেন:

  • মোজাম্মেল হোসেন নাঈম (২৪)
  • মোস্তাকিম রহমান মাহিন (২২)
  • জোবায়ের আলম সাকিব (২২)
     

তারা প্রত্যেকেই আইইউটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন জানান, আইইউটির ৪৬০ শিক্ষার্থী ছয়টি বিআরটিসি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে মাটির মায়া রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। উদয়খালী এলাকায় পৌঁছানোর পর ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে ৫ নম্বর বাসটি বিদ্যুতায়িত হয়।
 

বাসে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তিন শিক্ষার্থী বাস থেকে বের হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

 

প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ, রুবেল মিয়া ও জাকির হোসেন জানান, পিকনিকের ৫টি বাস নিরাপদে রিসোর্টে পৌঁছালেও শেষের বাসটি বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধের জন্য দ্রুত স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করা হয়। সংযোগ বন্ধ করতে বিলম্ব হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক খন্দকার মাহমুদুল হাসান জানান, ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনটি সড়কের ওপর দিয়ে গিয়েছে। বাসটি সাইড দিতে গিয়ে সামান্য হেলে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা এবং আইইউটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।