খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৫:০৯ অপরাহ্ণ ০ বার পঠিত
খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ

ঢাকা প্রেস
সুন্দরগঞ্জ উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি:-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে।

 

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
 

জানা গেছে, শনিবার রাতে সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে আবুল হোসেন নামক এক ব্যক্তি তার গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোরে গিয়ে তিনি দেখতে পান, দুটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে। তিনি ধারণা করছেন, রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে গরু দুটিকে হত্যা করা হয়েছে। মৃত গরুর মধ্যে একটি গাভি ছিল, যা পাঁচ মাস আগে একটি বাছুরের জন্ম দিয়েছিল, এবং অপরটি এক বছর আগে দুটি বাছুর জন্ম দিয়েছিল। প্রতিদিন এই গাভি দুটি ১০ থেকে ১২ লিটার দুধ দিত।
 

আবুল হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার কারণে প্রতিপক্ষের লোকজনই তার গরু দুটি মেরে ফেলেছে। এর আগে তাদের তিনটি গরুও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল।
 

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, গরু দুটির মৃত্যুর কারণ জানার জন্য ল্যাবে নমুনা পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃত গরু দুটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর নমুনা সংগ্রহ করেছে এবং রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

এ ঘটনায় এলাকাবাসী দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।