লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওসমানের মরদেহ কবর থেকে উত্তোলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫২ অপরাহ্ণ   |   ৭৩৮ বার পঠিত
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওসমানের মরদেহ কবর থেকে উত্তোলন

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ওসমান গণির মরদেহ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কড়া নিরাপত্তার মধ্যে এই কাজটি সম্পন্ন হয়।

 

মরদেহ উত্তোলনের পর জেলা সদর হাসপাতালে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর ওসমানের মরদেহ পুনরায় দাফন করা হবে।
 

পুলিশ সূত্র জানায়, ওসমানসহ চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।