|
প্রিন্টের সময়কালঃ ২০ জুলাই ২০২৫ ০৮:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৯:৩৬ অপরাহ্ণ

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল


হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে পৌঁছান।
 

সেই সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যদিকে, জামায়াত আমিরের পাশে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের। তিনি জানান, জামায়াত আমির এখন মোটামুটি সুস্থ আছেন। তীব্র গরমের কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে তেমন কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
 

তিনি আরও বলেন, “সমাবেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। আমরা প্রোগ্রাম স্থগিত করার কথা চিন্তা করেছিলাম, কিন্তু আমির সাহেব নিজেই তা চাননি।”
 

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে দুই দফায় মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে তিনি মঞ্চে বসেই বক্তৃতা শেষ করেন। সমাবেশ শেষে তাঁকে দ্রুত ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫