রাবি শিক্ষকরা বন্যার্তদের পাশে

প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ ২৯৭ বার পঠিত
রাবি শিক্ষকরা বন্যার্তদের পাশে

ঢাকা প্রেস
রাবি প্রতিনিধি:-


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি দেশের বন্যা পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের সহায়তার জন্য এগিয়ে এসেছে। সমিতির সদস্যরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছে।

 

শনিবার (২৪ আগস্ট) রাতে অনুষ্ঠিত একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "বন্যার্তদের সহায়তার জন্য আমরা সবাই মিলে একদিনের বেতন জমা দেব। কেউ চাইলে তার চেয়ে বেশিও দিতে পারেন।"
 

শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক এ. টি. এম কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
 

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় মৃত্যুবরণকারীদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়।