ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘জিরো ফাইভ’ নামক একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কর্মসূচি তুলে ধরেন।
এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করা এবং ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ে তোলা। কর্মসূচির প্রধান লক্ষ্যগুলো হলো: দারিদ্র্যের অবসান, বেকারত্ব দূর করা, মাদকমুক্ত সমাজ গঠন, বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি এবং অনাচার দূরীকরণ। মতবিনিময়ের সময় সায়েদুল হক একটি লিখিত বক্তব্যের মাধ্যমে এসব লক্ষ্য কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপির মধ্যে বিভাজন রয়েছে, তবে তিনি কোনো পক্ষকে সমর্থন করছেন না। এজন্য কোনো নেতাকর্মীকে সঙ্গে আনেননি।
মতবিনিময়ে সায়েদুল হক বলেন, অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা কেবল ভোট নিয়েছেন কিন্তু নবীনগরের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেননি। তিনি বিশ্বাস করেন, ‘জিরো ফাইভ’ লক্ষ্য অর্জন করা গেলে নবীনগরকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার আন্দোলন সফল হবে।
এ সময় তিনি তার নির্বাচনী এলাকার অন্যান্য প্রার্থীদের স্বাগত জানিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান। তিনি দাবি করেন, বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন, তাদের মধ্যে তিনি শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক ত্যাগের দিক থেকে এগিয়ে আছেন এবং ‘জিরো ফাইভ’ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।