সাতক্ষীরা সীমান্তে থেকে বিশেষ অভিযানে ২২ লক্ষ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ   |   ১১৯ বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে থেকে বিশেষ অভিযানে ২২ লক্ষ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক 

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-



১৪ এপ্রিল ৮.১৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেপ্টেনেল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্ত ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২-৬-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।
 

এ সময় ১জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল আটক করে। বর্ণিত অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা।
 

আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।