ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভাণ্ডার ফয়সাল আহম্মেদ, এবং সার্ভেয়ার শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, "চাঁদপুর পৌর এলাকায় যত অবৈধ স্থাপনা রয়েছে, তা ধাপে ধাপে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিপণিবাগ বাজারের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। আজ উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। কুমিল্লা রোড প্রশস্ত করার লক্ষ্যে সেখানকার অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধা উন্নত করার উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চাঁদপুর পৌরসভা।