ত্বকের জেল্লা বাড়াবে যেসব পানীয়

প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ ৫০ বার পঠিত
ত্বকের জেল্লা বাড়াবে যেসব পানীয়

ত্বকের জেল্লা বাড়াতে কত শত প্রসাধনী ব্যবহার তো করেন। কিন্তু জানেন কি জেল্লা পেতে হলে কিছু ঘরোয়া পানীয়ই যথেষ্ট। রোজ কিছু পানীয় পানে আপনার ত্বক হবে সুন্দর ও জেল্লাময়। চলুন জেনে আসি:  


ধনেপাতা লেবুর শরবত
ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে ধনেপাতা ও লেবু। তাই ধনেপাতা, লেবুর রস ও এক কাপ পানি ব্লেন্ড করে নিলেই তৈরি এই শরবত। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টের উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।

গাজর-পার্সলে পাতার রস
গাজর শরীর ও ত্বকের যত্ন নেয়। গাজর, পার্সলে পাতা ও ৩-৪টি বরফের টুকরো একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি ডিটক্স পানীয়। সপ্তাহে অন্তত ২-৩ দিন পান করলেই মিলবে উপকার।

আনারস-আদার রস
গরমে আনারস স্বস্তি দেয়। সেই সঙ্গে পরিষ্কার রাখে ত্বকও। আনারস ও এক চামচ আদার রস ব্লেন্ড করে নিন। আনারসে থাকা ভিটামিন সি ত্বকের জেল্লা ফেরাবে।