কুমিল্লা প্রতিনিধি:-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে ময়লা ও আবর্জনার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে বাসা-বাড়ি ও হোটেল-রেস্টুরেন্টের আবর্জনার স্তুপ জমে থাকলেও অপসারণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
বিশেষ করে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, বেলতলী, সুয়াগাজীসহ বেশ কয়েকটি এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাতের আঁধারে মহাসড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে আবর্জনা, যা শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক ও আশপাশের ময়লার স্তুপ দ্রুত সরানো না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের দাবি, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ ময়লা ফেলার জন্য দায়ী। একাধিকবার চিঠি পাঠানো হলেও এ সমস্যার সমাধান হয়নি। তবে, জেলা কার্যালয় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।