বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৪ অপরাহ্ণ ৪৯৬ বার পঠিত
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

 

ঢাকা প্রেস নিউজ


ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিষয়ে নতুন ও কঠোর নীতি জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আপৎকালীন অবস্থা বা চিকিৎসার জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না।

 

গত ৫ আগস্টের পর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ ছিল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভিসা প্রদান পুরোপুরি শুরু হয়নি। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় খুলেছে। তবে এখনই সকলে ভিসা পাবেন না। চিকিৎসার জন্য ভারতে যেতে চাওয়া ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
 

এই নতুন নীতির ফলে বাংলাদেশিদের ভারতে যাতায়াতে ব্যাপক সমস্যা হতে পারে। বিশেষ করে, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পরিবার পরিজনের সাথে দেখা করতে যাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।