আইপিএলের হাজারতম ছক্কা মারলেন কনওয়ে

প্রকাশকালঃ ২১ মে ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ ৭৯ বার পঠিত
আইপিএলের হাজারতম ছক্কা মারলেন কনওয়ে

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। আইপিএলের চলতি ষোড়শ আসরও এর ব্যতিক্রম নয়। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে ছক্কার ফুলঝুরি এবং রানের বন্যা। আজ শনিবার চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মৌসুমের হাজারতম ছক্কা দেখা গেছে।

সেই ছক্কাটি মেরেছেন চেন্নাইয়ের কিউই তারকা ডেভন কনওয়ে।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩ উইকেটে ২২৩ রানের পাহাড় গড়ে চেন্নাই। ওপেনিংয়ে নেমে কনওয়ে করেন ৫২ বলে ৮৭ রান। যাতে ছিল ১১টি চার এবং ৩টি ছক্কার মার।


দিল্লির স্পিনার ললিত যাদবের বলে সোজাসুজি শট খেলে মৌসুমের হাজারতম ছক্কাটি মারেন কনওয়ে। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার এক মৌসুমে হাজারের বেশি ছক্কা মারার ঘটনা ঘটল। গত মৌসুমে ছক্কা হয়েছিল ১০৬২টি। তবে হাজারতম ছক্কাটি এসেছিল লিগের শেষ ম্যাচে।

চলতি মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। এখন পর্যন্ত তাদের ছক্কার সংখ্যা ১১৮টি। সবচেয়ে কম ছক্কা দিল্লির। তারা চেন্নাই ম্যাচের আগে পর্যন্ত ৬১টি ছক্কা মেরেছে। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ৩৬টি ছক্কা মেরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।

 চেন্নাইয়ের শিবম দুবে ৩৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন। গ্লেন ম্যাক্সওয়েল মেরেছেন ৩০টি ছক্কা। আজকের ম্যাচে ৫০ বলে ৭৯ করা চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় ২৮টি ছক্কা মেরেছেন।