ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ‘একপক্ষীয় বিপর্যয়’: ট্রাম্প

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ‘একপক্ষীয় বিপর্যয়’: ট্রাম্প

অনলাইন ডেস্কঃ-


 

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ‘একপক্ষীয় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 

ট্রাম্প লিখেছেন, “কিছু মানুষ এটা বোঝেন না। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই সীমিত। অথচ তারা আমাদের সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা করে। অন্যভাবে বললে, আমরা তাদের সবচেয়ে বড় ক্রেতা হলেও তারা আমাদের কাছ থেকে খুব অল্পই কেনে। এর মূল কারণ হলো—ভারত আমাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে রেখেছিল, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। ফলে আমরা তাদের বাজারে প্রবেশ করতে পারিনি।”
 

তিনি আরও বলেন, “এটা ছিল সম্পূর্ণ একপক্ষীয় বিপর্যয়! ভারত তাদের তেলের সিংহভাগই রাশিয়া থেকে আমদানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে কিনে সামান্য পরিমাণ।”
 

ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে রয়েছেন এবং সেখানে এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।