ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা

প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৩ ০৫:২৮ অপরাহ্ণ ২৩৪ বার পঠিত
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ভাড়া চূড়ান্ত করেছে। এতে সর্বনিম্ন ভাড়া ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়ার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১১ ধরনের ভাড়া রয়েছে।আন্ত নগর ট্রেনেই শুধু  আট রকমের ভাড়া আছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ভাড়া নির্ধারণে বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার। তালিকা অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ১২৫ টাকা দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়া । যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর চেয়ে বেশি।


মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ১৭০ টাকা ভাড়া দিতে হবে। আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে সুলভ শ্রেণিতে ২৫০, শোভন শ্রেণিতে ৪২০, শোভন চেয়ারে ৫০০, প্রথম শ্রেণির আসনে (ভ্যাটসহ) ৬৭০, স্নিগ্ধা শ্রেণিতে (ভ্যাটসহ) ৯৬১, প্রথম শ্রেণি বার্থে (ভ্যাটসহ) এক হাজার, শীতাতপ নিয়ন্ত্রিত আসনে এক হাজার ১৫০, শীতাতপ নিয়ন্ত্রিত বার্থে (ভ্যাটসহ) এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।