কক্সবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ণ   |   ৭৮ বার পঠিত
কক্সবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

কক্সবাজার শহরের খরুলিয়া টেক হিন্দুপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহী ছিটকে পড়ে যান এবং তার মাথায় থাকা হেলমেটও ভেঙে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।

 

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। তবে, তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

একজন প্রত্যক্ষদর্শী জানান, “এই সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থারও অভাব রয়েছে।”