ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদীতে স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাইদুর রহমান বাবু (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, সাত বছর আগে রাজশাহীর ইসলাম মিয়ার ছেলে সাইদুর রহমান বাবুর সাথে নরসিংদীর সোনাতলা এলাকার তোহরা বেগমের বিয়ে হয়। তারা ঢাকার কাফরুল এলাকায় বসবাস করতেন এবং তাদের সংসারে ৬ বছরের একটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক বিরোধের কারণে তোহরা বেগম তার বাবার বাড়িতে চলে আসেন। স্ত্রীকে ফেরাতে বুধবার নরসিংদীতে আসেন সাইদুর, কিন্তু স্ত্রী তার সাথে ফিরতে রাজি না হওয়ায় তিনি মর্মাহত হন। এরপর স্ত্রী ও তার পরিবারের কাছে বিষয়টি জানানোর পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী তূর্ণা নিশিতা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া ব্রিজ এলাকায় তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সাইদুরের ভাই লুতফুর রহমান জানান, স্ত্রীর সাথে মান-অভিমানের কারণে তার ভাবি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। সাইদুর তাকে আনতে এলে, ভাবি তাকে ঘরজামাই হয়ে থাকার প্রস্তাব দেন, যা সাইদুর মেনে নিতে পারেননি। তিনি অভিযোগ করেন যে, ভাবি তার ভাইকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করেননি এবং তার ভাইকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছেন।
রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।