আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার, পরিত্যক্ত আসবাবে আগুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৫:৫১ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার, পরিত্যক্ত আসবাবে আগুন

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে শুরু করেন।
 

সকালে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সংগঠন ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর ব্যানার টাঙানো হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের দেয়ালে। পাশাপাশি ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
 

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগের সৃষ্ট নাশকতা ও অরাজকতার প্রতিবাদে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা এবং আসন্ন ১৭ নভেম্বরের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 

এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা ভবনের ভেতরে থাকা পরিত্যক্ত আসবাবপত্র একত্র করে তাতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।