শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রেস সচিবের মন্তব্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৭:২৭ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রেস সচিবের মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণকারীদের তার অতীত কর্মকাণ্ড স্মরণ রাখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই মন্তব্য করতে পারবেন। আমরা এখনো সাক্ষাৎকারটি পড়িনি; পড়ার পর এ বিষয়ে মতামত জানানো হবে।”
 

তিনি আরও বলেন, “যারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে পরিষ্কারভাবে উঠে এসেছে। পাশাপাশি, আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে—তিনি খুনের নির্দেশ দিয়েছেন।”
 

প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সএএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে।
 

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে দলটির সমর্থকেরা ভোট বর্জন করতে পারেন। এ বিষয়ে কোনো জটিলতা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন,
“আমরা সেটা দেখিনি। আওয়ামী লীগ তো এখন দৃশ্যমান নয়। দু-একটা ঝটিকা মিছিল হয়তো দেখা যায়, কেউ কেউ তাতে সামান্য কিছু পায়—এই তো।”