মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ গণপূর্ত জোন অফিস মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকোশলী ড. মোঃ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মস্তফা কামাল , গণপূর্ত পিএন্ডসি বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দর আলী , গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।
এ টুর্ণামেন্টে মোট ২০টি দলে ৪০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন । ফাইনাল খেলায় যমুনা দলের বিপুল ও মাহির চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেন।পদ্মা দলের আনার ও শামসু রানার্সআপ ট্রফি অর্জন করেন ।