বান্দরবান শহরের বনরূপা পাড়া থেকে ৩০ বছর বয়সী নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ তার মরদেহ ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করে।
রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার স্বামী সৌরভ দাশ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত। রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুম্পা দাশ তার স্বামী ও দুই শিশুসন্তানসহ বনরূপা পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ ও সন্তানরা এক রুমে ঘুমাতে যান, আর রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যান। পরে, তার দুই সন্তানসহ স্বামী গভীর রাতে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে, রুম্পা দাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, কনস্টেবল রুম্পা দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।