বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বে ঝড় তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জ্যাকস, লিটন ও মঈন আলীর ব্যাটিং বিস্ফোরণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩৯ রানের পাহাড় গড়েছে দলটি। যা যৌথভাবে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টস জিতে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস ও উইল জ্যাকস শুরুতেই চালিয়েছেন তাণ্ডব। পাওয়ারপ্লেতে ৬২ রান জড়ো করে লিটন ৬০ রানে আউট হলেও, জ্যাকস থামেননি।
জ্যাকস ৫০ বল মোকাবেলা করে তুলে নেন সেঞ্চুরি। শেষপর্যন্ত ৫৩ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সাথে তাল মিলিয়ে ২৪ বলে ৫৩ রান করেন মঈন আলী।
চট্টগ্রামের পেসার আল আমিন হোসেন শুরু থেকেই ছিলেন খরুচে। ৪ ওভারে তিনি বিলি করেন ৬৯ রান।