জামায়াত আমিরের আশ্বাস: আছিয়ার পরিবার পাবে পাকা ঘর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
জামায়াত আমিরের আশ্বাস: আছিয়ার পরিবার পাবে পাকা ঘর

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

শনিবার সকাল ১১টার দিকে তিনি আছিয়ার গ্রামের বাড়িতে পৌঁছান। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
 

সান্ত্বনা দিতে গিয়ে ডা. শফিকুর রহমান শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
 

এ সময় তিনি ঘোষণা করেন যে, আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি পাকা ঘর তৈরি করে দেওয়া হবে। জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
 

ডা. শফিকুর রহমান আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।