গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ২০০ বার পঠিত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, সালনা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের সঙ্গে চলাচলকারী সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
 

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।