ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ   |   ৯৭ বার পঠিত
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ

ফেনী সংবাদদাতা:-

 

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ গ্রুপের কর্মীরা মিছিল নিয়ে বাজারের দিকে এগোলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফটিকের অনুসারীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা প্রায় আধাঘণ্টা ধরে চলে। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা নিরাপদ স্থানে চিকিৎসা নিচ্ছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

গত এক মাস ধরে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আকবর গ্রুপ ও ফটিক গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মামলাও হয়েছে।
 

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।