কুড়িগ্রামে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রামে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় রৌমারী থানাধীন কাঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ সুমন আহমেদ (২২) কে  ৯৪ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। 

 



কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, উক্ত আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অদ্য সোমবার কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে সোপর্দ করা হবে।
 

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।