অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, চাঁদপুরে ৫ কিশোর গ্যাং সদস্য আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০২:৫৬ অপরাহ্ণ   |   ৬০২ বার পঠিত
অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, চাঁদপুরে ৫ কিশোর গ্যাং সদস্য আটক

ঢাকা প্রেস নিউজ,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মামলা দায়েরের পর বাকি দুজনকে আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
 

পুলিশ জানায়, কিছু কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করছিল। ভিডিওটি চাঁদপুর সদর মডেল থানার ওসির নজরে আসলে কিশোর গ্যাং মুক্ত করতে শহরে অভিযান চালানো হয়। এই অভিযানের সময় শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল এলাকা থেকে ওই পাঁচ কিশোরকে আটক করা হয়।
 

চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে আটক কিশোর সদস্য রুবায়েত আরেফিন রোহান ও জাহিদ হোসেন রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করেছেন।
 

ওসি মো. বাহার মিয়া জানান, আটককৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।