সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ


 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বেলাল হোসেন (৩০)। তিনি মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন মানসিক প্রতিবন্ধী হলেও রাতে বাজারে থেকে পাহারার দায়িত্ব পালন করতেন। শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন সকালে বাজারের দক্ষিণ পাশে একটি দোকানের ফ্লোরে রক্তাক্ত কম্বল মোড়ানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
 

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
 

নিহতের ফুফাতো ভাই জাহাঙ্গীর জানান, বেলালের কোনো শত্রু ছিল না। তিনি প্রতিদিন রাতেই বাজারে থাকতেন। ধারণা করা হচ্ছে, চোরের দল চুরি করতে ব্যর্থ হয়ে বা ধরা পড়ার ভয়ে তাকে হত্যা করেছে। লাশের পাশে তার ব্যবহৃত জুতা পড়ে ছিল। সম্ভবত ঘুমন্ত অবস্থায় মাথায় গাছের টুকরো দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 

মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, “বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও রাতে বাজারের ভেতরে টহল দিতেন। তার উপস্থিতির কারণে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অসুবিধায় পড়তো। তাই মনে হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”