সিলেট ব্যুরো:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরী পুলিশের শাহপরান (রহ.) থানা। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সমকালকে জানান, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং দুপুর ১২টার দিকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ডিসেম্বর মাসে সিলেট জেলার ২৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যার মধ্যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় আক্তার হোসেনকে।