অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, অভিনেতার মুখ খোলা বক্তব্য

প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ ০ বার পঠিত
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, অভিনেতার মুখ খোলা বক্তব্য

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

সপ্তাহখানেক আগে ভারতের গণমাধ্যমে খবর ছড়ায় যে অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করা হয়েছে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এই খবর প্রকাশিত হয়। খবরটি দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। চঞ্চল চৌধুরী এই মিথ্যা তথ্যের প্রতিবাদ করে জানান, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার সঙ্গে কোনো গণমাধ্যম যোগাযোগ করেনি।
 

এক সপ্তাহ পার না হতেই একই ধরণের খবর প্রকাশিত হয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব সম্পর্কে। কলকাতার সংবাদমাধ্যম জানায়, বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অপূর্ব অভিনীত প্রথম কলকাতার সিনেমা 'চালচিত্র'-এর প্রিমিয়ারে অংশ নিতে পারছেন না তিনি, যদিও তার ভিসা প্রস্তুত ছিল। আনন্দবাজার সূত্রে আরও জানানো হয়, ঢাকার তারকাদের প্রায়শই হুমকি দেওয়া হয়, যার কারণে অপূর্ব প্রিমিয়ারে যোগ দিতে পারেননি।
 

তবে অপূর্ব নিজে বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, "এই খবরের কোনো সত্যতা নেই। আমি এখন শুটিং করছি। আগের শিডিউলের কারণে প্রিমিয়ারে যেতে পারিনি। তারা আমার সঙ্গে যোগাযোগও করেনি এবং তাদের খবরে আমার কোনো বক্তব্যও নেই। যেসব হুমকির কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট।"