ঢাকা প্রেস নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন দেশে স্বস্তি ফিরে আসে, তখনই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন।
তিনি বলেন, "একজন নারী হিসেবে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়। সেখানে টিকে থাকা কঠিন, বিশেষ করে নারীদের জন্য। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যিনি একেবারে তৃণমূল থেকে উঠে এসেছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। রাজপথে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তারা ষড়যন্ত্রের মাধ্যমে আমার পথরোধ করার চেষ্টা করছে।"
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি একদিকে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, অন্যদিকে আমার রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল আছি। জিয়া পরিবারের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি বিশ্বাস করি সেটি অব্যাহত থাকবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করেও আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।"
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার পতনের ছয় দিনের মধ্যে, ১১ আগস্ট, দলের সব পদ-পদবি স্থগিত করা হয় তার। গণমাধ্যমে প্রকাশিত ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরীনের’ সংবাদের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে একই গণমাধ্যমে তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এই বিষয়গুলো নিয়েই তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন।
বিলকিস জাহান শিরীন বলেন, "‘পুকুর দখল’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমার দাদা প্রায় ৭০ বছর আগে ওই জমি ক্রয় করেন এবং তখন থেকেই সেটির মালিকানা আমাদের পরিবার ভোগ করে আসছে। ওই জমির ২০-২৫ জন ওয়ারিশ রয়েছে, যারা সরকারি খাজনা পরিশোধ করেছেন। ইতোমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছেন এবং সেখানে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমার বাবা ওই জমির মাত্র ৩ শতকের মালিক ছিলেন, যার মধ্যে ওয়ারিশ সূত্রে আমি আধা-শতাংশের কম অংশের মালিক। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে ১০ কোটি টাকার মিথ্যা সংবাদ প্রচার করে আমার, আমার পরিবার ও দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে, ওই জলাশয়টি ২০-২৫ বছর আগেই আংশিক ভরাট করা হয়েছিল, এবং এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ, ওয়ারিশরা আমার অধীনস্থ নয়, তারা প্রত্যেকেই নিজ নিজ অংশের মালিক।"
তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি ‘অর্ধকোটি টাকা নিয়ে ফের বিতর্কে শিরীন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছে, অথচ ওই ঘটনার সঙ্গে আমার ন্যূনতম সম্পৃক্ততা নেই।"
বিলকিস জাহান শিরীন বলেন, "আমার প্রতি এই প্রতিহিংসাপরায়ণ আচরণের ফলে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। একটি চিহ্নিত মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পরিকল্পনা করছে, যেখানে তারা সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বলে আমি মনে করি।"