তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটদান শুরু

প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ০২:০৮ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটদান শুরু

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট আজ রোববার (২৮ মে)। ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আজ নির্ধারণ হবে ২০ বছর ধরে দেশটিকে শাসন করে আসা রিসেপ তাইয়েপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু ক্ষমতায় আসবেন । প্রথম দফা ভোটে এগিয়ে ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল-জাজিরা।

৮ কোটির ও বেশি তুর্কি প্রায় ১ লাখ ৯২ হাজার ভোট কেন্দ্রে ভোট দেওয়ার যোগ্যতা আছে, যার মধ্যে অনেকে ১৪ মে প্রথমবারের মতো ভোটার ছিলেন। বিকাল ৫টায় ভোট শেষ হওয়ার কথা।


তবে এই দুই নেতার ভাগ্যে কী আছে, তা এখন অনেকটাই সিনান ওগান ও তাকে সমর্থন দেওয়া জোট এটিএ অ্যালায়েন্সের হাতে।

প্রথম দফা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থানে থাকা ওগান রান অফে এরদোয়ানকে সমর্থন করেছেন। প্রথম দফায় নির্বাচনে ৫.১৭ শতাংশ ভোট নিয়ে ওগ্যান তৃতীয় স্থান অর্জন করেছিলেন।


কিছু বিশ্লেষকদের মতে এই  রান অফ ভোটে তিনিই সম্ভাব্য 'কিংমেকার'। বিশ্লেষকরা বলছেন যে এটা নিশ্চিত নয় যে ওগানের সমস্ত সমর্থক এরদোয়ানকে সমর্থন করবেন।  কেউ কেউ কিলিচদারওলুকেও সমর্থন করতে পারেন এবং অন্যরা রান অফে ভোট না দেওয়া বেছে নিতে পারেন।

১৪ মে প্রথম দফা ভোটের আগে সিনান ওগান তেমন পরিচিত মুখ ছিলেন না। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন এটিএ অ্যালায়েন্সের সমর্থনে। এই জোটের নেতৃত্ব দিচ্ছে ডানপন্থী নেতা উমিত ওজদাগের দল ভিক্টরি পার্টি।