ঢাকার সাভারে ডায়নামিক সোয়েটার নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উলাইল এলাকায় কয়েক শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শিল্প পুলিশের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শ্রমিকরা দাবি করেন—
রাসেল নামে এক শ্রমিক জানান, "ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করেছিলাম। তখন কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটি দাবি বাস্তবায়ন করা হয়েছে।"
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, "ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে।"
তিনি আরও জানান, "যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।"