আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম ওরফে খসরুকে গ্রেপ্তার করেছে ঢাকা কলাবাগান থানা পুলিশ ।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে কলাবাগান থানা তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। মামলা নং ৪, মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঢাকা কারাগারে পাঠানো হয়েছে।