 
                            
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি, গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা বলেছেন সারাদেশে যত ছাত্র সংগঠন আছে তার মধ্যে ইসলামি ছাত্রশিবির অন্যতম একটি শক্তিশালী ছাত্র সংগঠন। ইসলামি ছাত্রশিবির একটি আদর্শের সংগঠন। ইসলামি আন্দোলনে বাংলাদেশ ছাত্র শিবিরের গুরুত্ব অপরিসীম। শিবিরকে যারাই সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে তারাই দেশ থেকে বিতারিত হয়েছে।

৪ অক্টোবর শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাদুল্লাপুর দক্ষিণ থানা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ছাত্রশিবির এমন একটি সংগঠন যা কেয়ামত পর্যন্ত থাকবে।তার রক্ষাকর্তা আল্লাহ তায়ালা নিজেই। বিগত সরকার পতন আন্দোলনে ছাত্রশিবির সামনের সারিয়ে দাড়িয়ে জীবন দিয়ে প্রমান করেছে এরা আল্লাহ ছারা কারো কাছে মাথা নত করে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি সাদুল্লাপুর উপজেলা শাখার আমির ইরশাদুল হক ইমন,সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওমর সানী আকন্দ,সাদুল্লাপুর দক্ষিন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করে আনুষ্ঠানিক ভাবে সাদুল্লাপুর দক্ষিণ থানা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    