ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাধা: ইন্টারনেট স্পিডের অবনতি

প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ ২১৯ বার পঠিত
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাধা: ইন্টারনেট স্পিডের অবনতি

মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো এখনও পর্যাপ্তভাবে উন্নত নয়।জানুয়ারি মাসের হিসেবে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম। 

 

বাংলাদেশে এখনও অপটিক্যাল ফাইবারের ব্যবহার কম।বাংলাদেশে আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সংখ্যা কম।ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যান্ডউইথের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।সরকারের নীতিমালায় কিছু ঘাটতি রয়েছে যা ইন্টারনেট স্পিড বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে।