ফেনীতে খুঁটিতে বেঁধে বিএনপি কর্মীকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৭

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ   |   ৯৮ বার পঠিত
ফেনীতে খুঁটিতে বেঁধে বিএনপি কর্মীকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৭

ফেনী সংবাদদাতা:-

 

ফেনীর সোনাগাজীতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল হাশেম (৫৫) নামের এক বিএনপি কর্মীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তার হাত ও পা কেটে হত্যা করা হয়। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল হোতাসহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত পরিচালিত একাধিক অভিযানে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০), শিপন (৩০), বেলায়েত হোসেন (৩০) ও আবুল হোসেন (৪৬)। পুলিশ জানায়, নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে পাঁচজন এবং পরে বুধবার দুপুরে দাগনভূঞা ও চর দরবেশ এলাকা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, চার বছর আগের একটি ব্যক্তিগত বিরোধের জের ধরে আবুল হাশেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মঙ্গলবার ভোরে সোনাগাজীর ওলামা বাজার এলাকায় বোরকা পরা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বাম হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যাকারীরা সড়কে ফেলে পালিয়ে যায়।
 

আক্তার ও রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে তিনটি বোরকা, দুটি রক্তমাখা লোহার রড, একটি দা এবং একটি ওড়না উদ্ধার করেছে।
 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।