আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না: আখতার হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ   |   ১৯৩ বার পঠিত
আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না: আখতার হোসেন

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না।”
 

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি-ঢাকা মহানগরের আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়।
 

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ কখনোই কোনো হত্যাকাণ্ডের দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। তাদের পক্ষে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।”
 

তিনি আরও বলেন, “এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আমাদের ভাইয়েরা জীবন দেননি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তাদের রাজনীতি পুনর্বাসিত হতে দেওয়া হবে না। মুজিববাদী আওয়ামী লীগের রাজনীতি এ দেশে ঠাঁই পাবে না।”
 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাত মাস হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করেনি। দ্রুত এই কার্যক্রম শুরু করতে হবে এবং রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে হবে।”
 

আখতার হোসেন জোর দিয়ে বলেন, “আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। তাদের নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল করতে হবে। যদি তা না করা হয়, তবে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।”
 

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।