চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের হিড়িক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের হিড়িক

স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে একের পর এক তারকা ক্রিকেটার ছিটকে পড়ছেন। আসরের অন্যতম হট ফেভারিট অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের স্কোয়াড থেকে অধিনায়ক প্যাট কামিন্সসহ চারজনকে হারিয়েছে।
 

পাকিস্তানের ইনফর্ম ওপেনার সাইম আইয়ুবের ইনজুরি নিয়ে পিসিবি নিশ্চিত করেছে যে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেস বোলার অ্যানরিখ নরখিয়া চোটের কারণে আইসিসি ইভেন্টের আগে ইনজুরির রীতি বজায় রেখেছেন। ভারতের মূল পেস বোলার জাসপ্রিত বুমরাহর খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অথচ, চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর এখনও মাত্র ১১ দিন বাকি, আর এমন পরিস্থিতিতে আরও খেলোয়াড় ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে।
 

অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার কামিন্স ও হ্যাজেলউড চোটে পড়েছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। কামিন্স গোড়ালির চোট থেকে সুস্থ হতে পারেননি, ফলে তিনি শ্রীলঙ্কা সফরও মিস করেছেন। শ্রীলঙ্কায় স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া খেলছে। হ্যাজেলউডের নিতম্বের অস্বস্তি এবং পায়ের মাংসপেশির টানও সমস্যা তৈরি করেছে। কিছুটা সুস্থ হলেও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত ফিটনেস অর্জন করতে পারবেন না। মিচেল মার্শও পিঠের চোটের কারণে সরে গিয়েছেন। তাদের সবাইকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া, আরেক পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস গত বৃহস্পতিবার আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, কারণ তিনি কুড়ি ওভারের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চান।
 

পাকিস্তানের সাইম আইয়ুবের চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও নিউজিল্যান্ড সফরেও অনুপস্থিত থাকতে পারেন। তিনি গোড়ালির চোট থেকে সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় নিবেন।
 

ভারতের জাসপ্রিত বুমরাহর চোটের কারণে তার খেলা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গতকাল ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, তিনি এখনও পুরোনো পিঠের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি। তাই তাকে কিছুদিন আরও জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) থাকতে হবে। বুমরাহর চোটের স্ক্যান করা হয়েছে, এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট আসার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।