ঢাকা প্রেস নিউজঃ-
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, নতুন করে আরও ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ মৃত্যু ঢাকার। এছাড়াও, ঢাকা মহানগর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন ডেঙ্গু রোগী।
ঢাকা সিটির বাইরে ঢাকা জেলায় চারজন, চট্টগ্রাম বিভাগে ১৭, বরিশাল বিভাগে ৭ ও খুলনা বিভাগে দুই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ১২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৪ জন; ঢাকার বাইরে ছিলেন ৪৭ জন।