যশোরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার
যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এক যুবককে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় জাল নোট তৈরি করতে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম ইব্রাহিম গাজী (১৯)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
র্যাব-৬-এর শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে (সিপিসি-৩) একটি দল দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে কয়েকজন ব্যক্তি জাল নোট বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় ইব্রাহিম গাজীকে গ্রেপ্তার করে র্যাব। তার কাছ থেকে প্রথম দফায় ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করে যে, তার বাড়িতেও আরও জাল নোট এবং ছাপার সরঞ্জাম রয়েছে। পরে গণেশপুর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জাম, একটি রঙিন প্রিন্টার এবং জাল টাকা তৈরির অন্যান্য উপকরণসহ আরও ৩ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। দুই দফার অভিযানে মোট ৪ লাখ ২৯ হাজার ৬শ’ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
ইব্রাহিম গাজীকে জব্দকৃত মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫