ঢাকা প্রেস নিউজ
রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা মুজিবুরের গাড়া এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এই অস্ত্রের জখলাটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এসব অস্ত্রের একটি অংশ সচল অবস্থায় পাওয়া গেলেও অনেকগুলোই মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছে।
এ ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম সাংবাদিকদের জানান, "এসব অস্ত্র আমাদের দেশের সম্পদ। যে কারো কাছে এ ধরনের অবৈধ অস্ত্র থাকলে তা দ্রুত সেনাবাহিনীর কাছে জমা দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, "আমরা জনগণের সহযোগিতায় এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য, দেশকে অস্ত্রমুক্ত করে সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা।"